সংশ্লিষ্ট সকল পরিক্ষার্থী ও অভিভাবকদের জ্ঞাতার্থে..
অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিকভাবে বহুতল ভবন নির্মাণ প্রসঙ্গ
প্রিয় গাবতলীবাসীঃ
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, অনেকেই অপরিকল্পিত ও অনিয়মতান্ত্রিকভাবে উপজেলার নানা স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন। উপজেলার অভ্যন্তরে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভবনের নকশা দাখিলপূর্বক উপজেলা ইমারত/স্থাপনা নির্মাণ কমিটির অনুমোদন গ্রহণ করতে হয় যেই অনুমোদন উপজেলা পরিষদ দিয়ে থাকে। অনুমোদন গ্রহণ না করে ইমারত নির্মাণ করা ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩(১) ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর ৩ উপবিধির লংঘন। উক্ত আইন লংঘন করে ইমারত নির্মাণ কার্যক্রম চালিয়ে গেলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির ৭ বছর পর্যন্ত কারাদন্ড ও অন্যূন পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড হতে পারে। উক্ত আইনটি মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফশিলভুক্ত হওয়ায় মোবাইল কোর্টেও এই আইনের অধীনে অপরাধ বিচার্য হবে।
ইতোমধ্যে গাবতলী পৌরসভার পৌর মেয়র একাধিক অপরিকল্পিত ও অননুমোদিত ইমারত নির্মাণকারীদের নকশা অনুমোদন করে ইমারত নির্মাণের জন্য নোটিশ প্রদান করেছেন। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে সাধারণ মানুষকে নানাবিধ ভোগান্তি পোহাতে হয়। মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি হয়, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। ফলে, উক্ত নোটিশ অমান্য করে অনুমোদন ব্যতীত কেউ ইমারত নির্মাণ কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিনীত
উপজেলা নির্বাহী অফিসার
গাবতলী, বগুড়া